Game

1 year ago

New Zealand vs Sri Lanka 2023 : শ্রীলঙ্কাকে মাত্র ৭৬ রানে অলআউট করে নিউজিল্যান্ডের বিশাল জয়

New Zealand vs Sri Lanka
New Zealand vs Sri Lanka

 

অকল্যান্ড, ২৫ মার্চ : প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথম একদিনের ম্যাচে শুরুতে ব্যাট করে ২৭৪ রান করে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এর ফলে ১৯৮ রানের বিশাল ব্যবধানে জয় হাসিল করল নিউজিল্যান্ড। এটি এশিয়ার দলগুলোর বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে বড় জয় । এর আগে ২০১০ সালে ভারতকে ২০০ রানে হারিয়েছিল তারা। অকল্যান্ডে শনিবার শুরুতে ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ২৭৪ রান করে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে হেনরি শিপলের তোপে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। চামিকা করুনারত্নে ১১ ও লাহিরু কুমারা করেন ১০ রান। বাকিদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে শিপলে নেন ৫ উইকেট। দুটি করে উইকেট পান ড্যারেল মিচেল ও ব্লেয়ার তিকনার। রানআউট হন নুয়ানিদু ফার্নান্দো।


এর আগে উদ্বোধনী জুটিতেই ৩৬ রান তোলে নিউজিল্যান্ড। ১৪ রান করে ছাদ বৌস আউট হলেও হাফ সেঞ্চুরি করেন আরেক ওপেনার ফিন অ্যালেন। উইল ইয়ং ২৬ রান করে আউট হওয়ার পর ৫১ রান তোলে করুনারত্নের শিকার হন অ্যালেন। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েছিলেন ড্যারেল মিচেলও। কিন্তু মাত্র ৩ রান দূরে থাকতে তাকে প্যাভিলিয়নে পাঠান লাহিরু। রাচিন রবীন্দ্র করেন ৪৯ রান।


বাকিদের মধ্যে গ্লেন ফিলিপস ৩৯ ও ইশ সোধি করেন ১০ রান। শ্রীলঙ্কার হয়ে একাই ৪ উইকেট নেন করুনারত্নে। ২টি করে উইকেট পান কাসুন রাজিথা ও লাহিরু কুমারা। একটি করে উইকেট নেন দিলশান মদুশাঙ্কা ও দাসুন শানাকা।

You might also like!