ম্যানচেস্টার, ৪ অক্টোবর : বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে পর্তুগিজ ক্লাব পোর্তোর মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-৩ গোলে আমিমাংসিত থেকেছে ম্যাচটি। পোর্তোর হয়ে জোড়া গোল করেন সামু ওমোরোদিওন, আর একটি গোল করেছেন পেপে। ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেন মার্কাস রাশফোর্ড, রাসমুস হইলুন্দ ও হ্যারি ম্যাগুইয়ার।
অথচ এদিন শুরুটা ভালোই করেছিল রেড ডেভিলরা। ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। এর ১২ মিনিট পরই গোল করেন হইলুন্দ। ২-০ লিড। তবে রেড ডেভিলদের এই অবস্থান বেশিক্ষণ স্থায়ী হল না। ২৭তম মিনিটে পেপে গোল করেন পোর্তোর হয়ে। এর ছয় মিনিট পর আবার গোল পোর্তোর।সমতা ফেরান সামু। ২-২ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে রেড ডেভিলদের হতাশ করে ৫০তম মিনিটে দলকে এগিয়ে দেন সামু। এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি ইউনাইটেড। তার ওপর ৮১ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রুনো। তাতে ১০ জনের দল হয়ে যায় রেড ডেভিলরা। হারের পথেই এগিয়ে যাচ্ছিল টেন হ্যাগের দল। এমন সময় ত্রাণকর্তা হয়ে ম্যাগুইয়ার ৭৮ মিনিটে বদলি নেমে যোগ করা সময়ে গোল করে টেন হ্যাগের দলকে বাঁচান ।