Game

1 month ago

Emerging Asia Cup:এমার্জিং এশিয়া কাপ: শুক্রবার ভারতের সামনে পাকিস্তান

Emerging Asia Cup
Emerging Asia Cup

 

কলকাতা, ১৭ অক্টোবর : শুক্রবার এমার্জিং এশিয়া কাপের আসর শুরু হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে। টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গতবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। লিগ পর্বে পাকিস্তানকে ভারত হারালেও ফাইনালে হেরেছিল। আগামীকাল টুর্নামেন্টের শুরুতেই সেই পাকিস্তান।

এবারই প্রথম এই টুর্নামেন্ট হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ায় এ বার ভারতীয় দল অ্যাডভান্টেজে রয়েছে। কারণ, টিমের প্রায় প্রত্যেকেরই আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। যেমন লখনউ সুপার জায়ান্টসে খেলা আয়ুষ বাদোনি, কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং ও বৈভব অরোরা, পঞ্জাব কিংসের প্রভসিমরন। তাছাড়া

এবারের স্কোয়াডে রয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা নিশান্ত সিন্ধুও। এবার বিশেষ নজর থাকবে আকিব খানের দিকে। কারন ঘরোয়া ক্রিকেট জোর আলোচনায় রয়েছেন এই পেসার। দলীপ ট্রফিতেও খেলেছেন।

ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, ওমান এবং আরব আমির শাহি।

ইমার্জিং এশিয়া কাপ সুচি:

**১৮ অক্টোবর শুক্রবার বাংলাদেশ এ বনাম হংকং গ্রুপ এ, দুপুর আড়াইটা

**১৮ অক্টোবর শুক্রবার শ্রীলঙ্কা এ বনাম আফগানিস্তান এ, গ্রুপ এ সন্ধ্যা ৭ট

**১৯ অক্টোবর শনিবার সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান গ্রুপ বি, দুপুর আড়াইটা

**১৯ অক্টোবর শনিবার ভারত এ বনাম পাকিস্তান এ, গ্রুপ বি সন্ধ্যা ৭টা

**২০ অক্টোবর রবিবার শ্রীলঙ্কা এ বনাম হংকং এ, গ্রুপ এ দুপুর আড়াইটা

**২০ অক্টোবর রবিবার বাংলাদেশ এ বনাম আফগানিস্তান এ, গ্রুপ এ সন্ধ্যা ৭টা

**২১ অক্টোবর সোমবার পাকিস্তান এ বনাম ওমান, গ্রুপ বি দুপুর আড়াইটা

**২১ অক্টোবর সোমবার ভারত এ বনাম সংযুক্ত আরব আমিরাত, গ্রুপ বি সন্ধ্যা ৭টা**২২ অক্টোবর মঙ্গলবার আফগানিস্তান এ বনাম হংকং, গ্রুপ এ দুপুর আড়াইটা

**২২ অক্টোবর মঙ্গলবার শ্রীলঙ্কা এ বনাম বাংলাদেশ এ, গ্রুপ এ সন্ধ্যা ৭টা

** ২৩ অক্টোবর বুধবার,পাকিস্তান এ বনাম সংযুক্ত আরব আমিরাত, গ্রুপ বি দুপুর আড়াইটা

**২৩ অক্টোবর বুধবার ভারত এ বনাম ওমান, গ্রুপ বি সন্ধ্যা ৭টা

**২৫ অক্টোবর শুক্রবার সেমি-ফাইনাল ১: এ১ বনাম বি২ - দুপুর আড়াইটা

**২৫ অক্টোবর শুক্রবার সেমি-ফাইনাল ২: বি১ বনাম বি২- সন্ধ্যা ৭টা

**রবিবার, অক্টোবর ২৭, ফাইনাল - সন্ধ্যা ৭টা।

You might also like!