লিভারপুল, ৩ অক্টোবর : ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব বোলোগনার বিরুদ্ধে নিজেও গোল করলেন এবং গোলও করালেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।বুধবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে বোলোগনার বিপক্ষে ২-০ গোলে জয় পেল লিভারপুল।
ম্যাচের ১১ মিনিটে সালাহর বাড়ানো পাশ থেকে ম্যাক অ্যালিস্টার লিভারপুলকে এগিয়ে দেন ।এরপর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ম্যাচের ৭৫তম মিনিটে লিভারপুলকে দ্বিতীয় গোল এনে দেন সালাহ। এই গোল করে রেকর্ডে নাম লেখান সালাহ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে সালাহর এটি টানা পঞ্চম ম্যাচে গোল। লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কোনও খেলোয়াড়ের নেই।
শুধু তাই নয় সালাহ এই গোলে গড়েছেন আরও একটি রেকর্ড। সেটি হল আফ্রিকান রেকর্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি এখন তার গোল (৪৫)। সালাহর আগে ৪৪ গোল করেছিলেন চেলসি তারকা দিদিয়ের দ্রগবা।