সান্তিয়াগো, ৬ নভেম্বর : সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি জিতেছে মিলান। তারা বের্নাবেউয়ে রিয়ালকে ৩-১ গোলে গুঁড়িয়ে দিল। আসরে প্রথম দুই ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতল প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নরা। দ্বাদশ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নারে হেডে জালে বল পাঠান জার্মান ডিফেন্ডার মালিক চাও। ২৩তম মিনিটে দলের মুখে হাসি ফোটান ভিনিসিউস। জুড বেলিংহ্যামের বক্সে বাড়ানো পাস ধরে ভিনিসিউস এগিয়ে যাওয়ার সময় তাকে বক্সের মধ্যে স্লাইড করে ফেলে দেন ডিফেন্ডার এমেরসন। পেনাল্টির পায় রিয়াল। পানেনকা স্পট কিকে গোল করে সমতা টানেন। বিরতির আগে ৩৯তম মিনিটে ফের পিছিয়ে পড়ে রিয়াল। আলভারো মোরাতা আবার এগিয়ে দেয় মিলানকে। আর দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ব্যবধান বাড়ায় মিলান। লেয়াওয়ের পাস থেকে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। বার্সেলোনার বিপক্ষে গত সপ্তাহে লা লিগায় ঘরের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এবার হারলো মিলানের কাছে l সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ম্যাচ হারল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে তারা হারল দুটিতে। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে মিলান।