Game

20 hours ago

Barcelona beat Atletico :আতলেতিকোকে হারিয়ে ক্লাসিকো ফাইনালে বার্সেলোনা

Barcelona beat Atletico to set up Real Madrid final in Copa del Rey
Barcelona beat Atletico to set up Real Madrid final in Copa del Rey

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে চলতি মৌসুমে এর আগে কিছুই বলেননি হান্সি ফ্লিক। মুখ খুললেন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে গতকাল রাতে শেষ বাঁশি বাজার পর সংবাদ সম্মেলনে। বার্সেলোনা ততক্ষণে কোপা দেল রে ফাইনালে।

‘স্বপ্ন তো দেখাই যায়। স্বপ্ন দেখার অনুমতিটা আছে। কিন্তু আমাদের মনোযোগী থাকতে হবে। কঠোর পরিশ্রমও করতে হবে, যেটা আমরা করব। এটা সহজ নয়।’ট্রেবল জয় অবশ্যই কঠিন, খুব কঠিন। কিন্তু ফ্লিকের বার্সেলোনা চলতি মৌসুমে সেই পথেই আছে। হাতে ৯ ম্যাচ রেখে দ্বিতীয় রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩ পয়েন্ট ব্যবধানে লা লিগা টেবিলের শীর্ষে ফ্লিকের দল। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের টিকিটও মিলেছে। আর গতকাল রাতে কোপা দেল রে সেমিফাইনাল ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে ১–০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে ফাইনাল। দুই লেগ মিলিয়ে ৫–৪ গোলে জিতেছে বার্সা।

সেভিয়ায় ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনালে বার্সার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। অর্থাৎ আরেকটি এল ক্লাসিকো দ্বৈরথ। স্পেনের বার্ষিক এ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে যা দেখা যাবে ১১ বছর পর। ২০১৪ সালের সেই ফাইনালে জেরার্দো মার্তিনোর বার্সাকে ২–১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল।কিন্তু ফ্লিকের এই বার্সাকে কি হারাতে পারবে আনচেলত্তির দল? প্রশ্নটি উঠছে, চলতি বছর বার্সার অসাধারণ পারফরম্যান্সের কারণে। এ পর্যন্ত ২১ ম্যাচে ১৮ জয়, ৩ ড্র ও ৬৫ গোল করেছে ফ্লিকের বার্সা। সর্বশেষ ফেরান তোরেসের করা গোলটি বার্সাকে তুলেছে ফাইনালে।

মেত্রোপলিতানোয় ২৭ মিনিটের সেই গোল চলতি মৌসুমে বার্সার খেলার ধাঁচটাও বলে দেয়। চোখজুড়ানো ফুটবল! বাঁ প্রান্ত থেকে ডানে লামিনে ইয়ামালের কাছে যখন পাসটা এল, তোরেস তখন আতলেতিকোর বক্সে। হাত দিয়ে বলটা সামনে ফেলার ইশারা করে দৌড় শুরু করেছিলেন। কী টেলিপ্যাথিক যোগাযোগ! ইয়ামাল বলটা ঠিক সেখানেই পাঠালেন এবং তোরেস দৌড়ের ওপর আলতো টোকায় বলের গতিপথটা স্রেফ বদলে দিয়েছেন সামনে আতলেতিকো গোলকিপার হুয়ান মুসো চলে আসায়। গোল!

বিরতির পর বদলি হয়ে আতলেতিকো স্ট্রাইকার আলেক্সান্দার সোরলথ কাছ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট না করলে স্কোরলাইন অন্য রকম হতে পারত। শেষ পর্যন্ত কোপা দেল রেতে ১৯তম বারের মতো ক্লাসিকো ফাইনাল নিশ্চিত হয় বার্সার। আগের ১৮টি ক্লাসিকো ফাইনালের মধ্যে ১১বার জিতেছে রিয়াল। তবে এ মৌসুমে দুবারের সাক্ষাতেই রিয়ালকে নাকানি–চুবানি খাইয়েছে বার্সা। সান্তিয়াগো বার্নাব্যুতে গত অক্টোবরে লা লিগায় জিতেছে ৪–০ গোলে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে গত জানুয়ারিতে জিতেছে ৫–২ গোলে।২০০৯ ও ২০১৫ সালে ট্রেবলজয়ী বার্সাকে ফ্লিক অবশ্য এখনো মাটিতেই রাখছেন, ‘মুহূর্তটা ভালো, তবে আমি অভিজ্ঞ। আমি জানি পরিস্থিতি কত দ্রুত পাল্টে যায়…শিরোপা জয় আমাদের বড় স্বপ্ন। প্রথমটি (সুপার কাপ) আমরা পেয়েছি। কিন্তু ক্লাবে শিরোপার জন্য প্রচুর জায়গা খালি আছে।’

যদিও কোপা দেল রে ফাইনাল নিয়ে এখনই ভাবছেন না ফ্লিক। সামনে চারটি লিগ ম্যাচ নিয়ে তাঁর আপাতত যত ভাবনা, যেখানে শনিবার তাদের প্রথম ম্যাচ রিয়াল বেতিসের বিপক্ষে, ‘অতীত কিংবা ভবিষ্যৎ নয়, আমি বর্তমানে বাস করি। এ কারণেই ফাইনাল নিয়ে ভাবছি না। এ বিষয়ে জিজ্ঞাসা করলে আমি বেতিস ম্যাচের কথা বলব। ক্লাসিকো ঠিক আছে, তবে তার আগে আমাদের আরও কিছু ম্যাচ খেলতে হবে…আমার কাছে আপাতত এটা গুরুত্বপূর্ণ নয়।’

আতলেতিকোর জন্য ভিন্ন বাস্তবতা। মৌসুমটা দারুণভাবে শুরু করলেও এখন ধীরে ধীরে হতাশা ঘিরে ধরছে। গত জানুয়ারিতেও লিগ টেবিলের শীর্ষে ছিল মাদ্রিদের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছিল টানা ১৫ ম্যাচ। কিন্তু এই দলটাই গত মাস থেকে জয়বঞ্চিত টানা ছয় ম্যাচ।চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পাশাপাশি লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আতলেতিকো। দলটির কোচ দিয়েগো সিমিওনে তবু মনে করেন, এ মৌসুমে এখন পর্যন্ত তাঁর দল ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে, ‘আমি মনে করি দল এখন পর্যন্ত ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। চ্যাম্পিয়নস লিগ ও কোপায় আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি, লিগেও ভালো মৌসুম কাটছে। আমরা আরও উন্নতি করে ওপরের দলগুলোর সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা করব এবং নিজেদের স্থানটা মেনে নেব।’ 

You might also like!