Game

1 year ago

Asian Games 2023: শনিবার এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, কোথায় দেখা যাবে লাইভ সম্প্রচার

Asian Games 2023
Asian Games 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএশিয়ান গেমস এক বছর পিছিয়ে গিয়েছে। শনিবার ঝাঁ-চকচকে উদ্বোধন এশিয়ান গেমসের। চিনের হানঝাউয়ে অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে এশিয়ান গেমসের উদ্বোধন। কখন, কীভাবে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন, কী চমক থাকছে, জেনে নিন একনজরে।

হানঝাউয়ের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামকে বিগ লোটাস বলা হয়। এই স্টেডিয়াম বাইরে থেকে দেখলে পদ্মফুলেরমতো। ২০১৮ সালে এটি প্রাথমিকভাবে ফুটবল স্টেডিয়াম তৈরি হয়। এবার সেখানেই এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

কখন শুরু উদ্বোধনী অনুষ্ঠান

২৩ সেপ্টেম্বর, ভারতীয় সময় বিকেল ৫.৩০ মিনিটে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে।

কোথায় দেখা যাবে ম্যাচ

১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন দেখা যাবে সোনি স্পোর্টস টেন ২ ও সোনি স্পোর্টস ৩ ও HD চ্যানেলে।

You might also like!