Game

1 year ago

Asia Cup 2023 : এশিয়া কাপ হবে পাকিস্তানেই, তবে কী এই টুর্নামেন্ট খেলবেন না রোহিতরা ?

Asia Cup 2023
Asia Cup 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপ ২০২৩ আয়োজন করছে পাকিস্তান, সে দেশে বাকি দেশগুলি খেললেও, ভারত খেলবে না বলে আগেই জানিয়েছিল।তা নিয়ে বিস্তর বাদানিবাদ চলে দুই দেশের মধ্যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন যে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবেন না রোহিত শর্মারা। এশিয়া কাপ হবে অন্য দেশে। এর পরেই পাকিস্তান বোর্ডের তরফে বার বার আক্রমণ করা হয়। এখন প্রশ্ন তবে কী এশিয়া কাপ ২০২৩ খেলবে না ভারত? সূত্রের খবর, এশিয়া কাপ২০২৩-র সমস্ত ম্যাচ গুলিই অন্য দেশে খেলবেন রোহিত বাহিনী। রোহিতরা কোন দেশে খেলবেন তা এখনও ঠিক হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কা এমন কী ইংল্যান্ডেও ভারতের ম্যাচ হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত বনাম পাকিস্তান-সহ পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে। 

মোট ছ’টি দেশ খেলবে এশিয়া কাপে। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। সেপ্টেম্বরে হবে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের ম্যাচ হবে এ বারের এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। 

উল্লেখ্য, গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর জয় বলেছিলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেবে। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ 

স্বাভাবিক ভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা ভাল ভাবে নেয়নি। সেই সময় পিসিবির প্রধান ছিলেন রামিজ রাজা। তিনি বলেন, “পাকিস্তান যদি ভারতে গিয়ে পরের বছর বিশ্বকাপ না খেলে তা হলে কেউ সেটা দেখবে? আমাদের পরিষ্কার কথা, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসে, তা হলেই আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব। যদি ওরা না আসে, তা হলে পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজন করতে পারে ওরা।”  

পাকিস্তান ও ভারত দু'দেশই নিজের নিজের কথাতে অচল থাকল। অর্থাৎ পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ আয়োজন করছে, আবার ভারত এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই পাকিস্তানে না খেলে, খেলবে অন্য দেশের মাটিতে।  


You might also like!