পৌষ অমাবস্যায় তুলসী পুজো কি ভাবে করবেন?
এই বছর পৌষ অমাবস্যা পড়েছে বৃহস্পতিবার। এই দিনটিকে লক্ষ্মীবার বলা হয়ে থাকে। আজ সকালে একটি হলুদ সুতোয় ১০৮টি গিট বাঁধুন। এরপর এটি তুলসী গাছে বেঁধে দিয়ে তুলসী মায়ের আরাধনা করুন। এর ফলে মা লক্ষ্মী তুষ্ট এবং তাঁর আশীর্বাদে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধির অভাব কখনও ঘটে না।
পুরাণ অনুসারে পৌষ অমাবস্যায় তুলসী গাছের সামনে বসে হাতে জপমালা নিয়ে 'ওম বিঘ্নবিনাশিক দেবাতাভায়ো নমহঃ' মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। এর ফলে জীবনের সব বাধা বিঘ্ন কেটে যায় এবং কেরিয়ার ও ব্যবসায় উন্নতি লাভ করা সম্ভব হয়। অর্থাগমের পথে বাধা কেটে গিয়ে টাকা-পয়সা আসতে থাকে স্রোতের মতো।
পৌষ অমাবস্যার সন্ধেয় একটি সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নীচে জ্বালিয়ে দিন। তার সঙ্গে পিতৃ সুক্তা জপ করুন। এর ফলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে এবং পিতৃপুরুষের আশীর্বাদে আপনার পরিবার সব সময় সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। পৌষ অমাবস্যায় এই কাজ করলে শনির অশুভ নজর আপনার উপর থাকলে, কেটে যায়।
বৃহস্পতিবারে পৌষ অমাবস্যা পড়ায় তুলসী পুজোর জন্য এই দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ তুলসী গাছে যে জল দেবেন, তাতে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে নিন। এর ফলে তুলসী দেবীর আশীর্বাদে আপনার দারিদ্র্য কেটে যাবে এবং অর্থলাভের পথ মসৃণ হবে।
পৌষ অমাবস্যায় শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করে পুজো করুন। পুজোর পরে ব্রাহ্মণ ভোজন করান। এর ফলে শনির দশা থেকে মুক্তি পাবেন এবং পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ করতে পারবেন। এর পাশাপাশি আজ এই কাজ করলে শিক্ষা, স্বাস্থ্য ও দাম্পত্য জীবনে উন্নতি ঘটবে।