Festival and celebrations

1 year ago

Jagaddhatri Puja 2023 : এবছর জগদ্ধাত্রী পুজো কবে?জেনে পুজোর সূচী

Jagaddhatri Puja (Symbolic Picture)
Jagaddhatri Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৩ সালে জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো দশমীর দিনই হয়ে গিয়েছে। এবার অপেক্ষা আলোর রোশনাইতে ভেসে দেবীর আরাধনার।

চলতি বছরে ২১ নভেম্বর পড়ছে জগদ্ধাত্রী পুজো। মূলত, সেই দিনটি হল পুজোর নবমী। নবমী তিথিতেই জাঁকজমক সহকারে এই পুজো আয়োজিত হয়। কৃষ্ণনগরে এই পুজোয় আলাদা ভিড় জমে 'বুড়িমা'কে ঘিরে। অন্যদিকে, চন্দননগর গৌড়হাটির তেঁতুলতলার পুজোতেও লোক সমাগম প্রতি বছরই বাড়ছে। এই পুজোকে অত্যন্ত জাগ্রত পুজো বলা হয়। চলতি বছরে এই তেঁতুলতলার পুজো পড়ল ২৩১ বছরে। 

জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি- ২১ নভেম্বর ভোর ৩ টে ১১ মিনিট থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমীর মুহূর্ত। তা চলবে ২২ নভেম্বর সকাল ৯ টা ০৩ মিনিট পর্যন্ত। জগদ্ধাত্রী পুজোয় নবমীর এই তিথিতে খুবই মান্যতা সহকারে পুজো করা হয়।

শাস্ত্র মতে, জগদ্ধাত্রী দেবী ত্রিনয়নী। তাঁর রয়েছে চার হাত। চার হাতে রয়েছে শাঁখ, চক্র, তীর, ধনুক। দেবী উপবিষ্ট হন সিংহের উপর। সিংহ দাঁড়িয়ে থাকে হাতির উপর।

You might also like!