দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজোর পাঁচ দিনে বঙ্গে
আসে খুশির জোয়ার। সেই সঙ্গে থাকে নানা রীতি। সেই রীতি মেনেই হয় মহাসপ্তমীতে নবপত্রিকা-কলা
বউ স্নান। সকাল থেকে এই রীতি পালনের জন্য থাকা চরম কর্ম ব্যস্ততা।
'নবপত্রিকা' অর্থাৎ ৯টি উদ্ভিদ নিয়ে এই আচার পালিত হয়। নবপত্রিকার
জন্য ৯টি উদ্ভিদ হল: কদলী (কলা), বিল্ব (বেল), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, দাড়িম্ব
(দাড়িম), অশোক, ধান ও মান। এই নবপত্রিকার মাধ্যমে দেবীর ৯টি রূপকে প্রতীকীভাবে পূজা
করা হয়।
সকালে সূর্য ওঠার আগে একটি
কলাগাছকে পবিত্র গঙ্গার জলে স্নান করানো হয়। এরপর নববধূর মতো নতুন শাড়ি পরিয়ে তাকে
মন্দিরে নিয়ে আসা হয়। এই কলাগাছকে 'কলা বউ' হিসেবে পূজা করা হয়, যা দেবী দুর্গার একটি
বিশেষ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সেই সঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্য ও আধ্যাত্মিকতার প্রতীকও
বটে।