কলকাতা, ২৫ অক্টোবর: মঙ্গলবার বিজয়া দশমীর রাতে সেরা চার ‘দুর্গারত্ন’ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হল রাজভবনের পক্ষ থেকে। রাজভবনের তরফে পুরস্কৃত করা হবে চারটি পুজোকে।
রাজভবনের তরফে জানানো হয়েছে, আলো ও ছায়ার সৃজনমূলক ব্যবহারের কারণে পুরস্কার পাচ্ছে কলকাতার টালা প্রত্যয়ের মণ্ডপ। জাঁকজমক ও বিশালত্বের নিরিখে পুরস্কৃত করা হচ্ছে কল্যাণী আইটিআই পুজো মণ্ডপকে। পরিবেশ সচেতনতার জন্য পুরস্কৃত করা হচ্ছে বরানগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের মণ্ডপ।
থিমের নতুনত্বে পুরস্কার জিতে নিয়েছে নেতাজি নগর (লো ল্যান্ড)-এর পুজো মণ্ডপ। চারটি পুজোকে সাধারণ মানুষের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হল বলে জানিয়েছে রাজভবন। বিজয়ীদের মধ্যে পুরস্কার মূল্যের পাঁচ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে। প্রসঙ্গত, আগেই রাজ্য সরকারের পাশাপাশি সেরা পুজোকে ‘দুর্গারত্ন’ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।