Festival and celebrations

8 months ago

Holi Special home made colour: এই হোলিতে বাড়িতেই বানিয়ে ফেলুন আপনার পছন্দের সব রং

Holi Special home made colour (File Picture)
Holi Special home made colour (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রং তো খেলবেন, কিন্তু বাজার থেকে কেনা রঙে থাকে নানারকম ক্ষতিকর রাসায়নিক। সেই রাসায়নিক থেকে আপনার চুল, ত্বকে হতে পারে মারাত্মক ক্ষতি। তাই এবার দোল বা হোলিতে বাজার থেকে কেনা রং নয়, রঙ তৈরি করুন বাড়িতেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারেন সব রং। যা আপনার শরীরের কোনও ক্ষতি করবে না। মাটি করবে না রং খেলার আনন্দ। চলুন জেনে নেওয়া যাক, কোন রং কী দিয়ে বানাবেন?

খয়েরি- চা পাতা, কফি বা খয়ের দিয়ে বানাতে পারেন খয়েরি রং। চা পাতা ফুটিয়ে তারপর তা বেটে পেস্ট বানাতে পারেন। কফি গুঁড়ো বা খয়েরের সঙ্গে জল মিশিয়েও পেতে পারেন খয়েরি রং।

কমলা বা গেরুয়া - মিক্সিতে কমলা রঙের গাঁদাফুল বা পলাশ ফুলের পাপড়ির পেস্ট বানিয়ে, আপনি বানাতে পারেন কমলা বা গেরুয়া রং।

সবুজ- সবুজ রং পেতে আপনি বেছে নিন মেহেন্দি পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, নিম পাতা, গুলমোহর পাতা। এবার মিক্সিতে পেস্ট করে বানিয়ে ফেলুন মন মতো সবুজ রং।

নীল- শুকনো নীল গুলমোহর ফুলকে মিক্সিতে পেস্ট করে, তার সঙ্গে জল যোগ করে বানিয়ে নিন গাঢ় নীল রং।হলুদ রং- হলুদ রঙের গেঁদা ফুলের পাপড়ি পেস্ট করে বানাতে পারেন। অথবা গুঁড়ো হলুদে জল যোগ করেও আপনি হলুদ রং বানাতে পারেন।

গোলাপি রং- বিটের রস বানান। তার সঙ্গে যোগ করুন কিছুটা দুধ। এবার জল মিশিয়ে নিন। পেয়ে যাবে গোলাপি রং।

লাল রং- লাল রঙ পেতে বানিয়ে নিন টকটকে লাল রঙের জবা ফুলের পাপড়ির পেস্ট।

কালো রং- আমলকি ফুটিয়ে একটা ঘন পেস্ট বানান। তারপর তা কোনও লোহার পাত্রে রাখুন। পরদিন সকালে সেই পেস্টের সঙ্গে জল যোগ করুন। কুচকুচে কালো রং পেয়ে যাবেন।

You might also like!