Festival and celebrations

1 year ago

Kali Puja 2023: এখানে শিবের বদলে সাপের উপর দাঁড়িয়ে মা ভদ্রকালী

Kali Puja 2023
Kali Puja 2023

 

জলপাইগুড়ি, ৮ নভেম্বর  : জলপাইগুড়ি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা পান্ডাপাড়া কালী বাড়ি। ৩০০ বছর পর এবারই মৃন্ময়ী থেকে কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন মা ভদ্রকালী।

কথিত আছে বৈকন্ঠপুরের রাজ পরিবারের পুজো পরিচালনার জন্য পুরী থেকে পান্ডা নিয়ে এসেছিলেন রাজা দর্পদেব রায়। তাঁদের থাকার জন্য জমির ব্যবস্থাও করে দিয়েছিলেন। সেই কারণে ওই এলাকার নাম হয় পান্ডাপাড়া। এলাকার জোতদার ছিলেন ভৈরবনাথ চক্রবর্তী। তার বর্তমান উত্তরাধিকারী অভিনেত্রী মিমি চক্রবর্তীর মামা রাম চক্রবর্তী।

রামবাবু জানান, ৩০০ বছর আগে ব্রাহ্মণ দিঘির বিপরীতে ভদ্রাকালীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভৈরবনাথ চক্রবর্তী। তিনি ছিলেন কালীর সাধক। এখানে শিবের বদলে সাপের উপর দাঁড়িয়ে মা ভদ্রকালী। পরবর্তীতে এই মন্দির ও পুজো পরিচালনার দায়িত্ব সেবাইতের উপর দিয়েছিলেন চক্রবর্তী পরিবারের সদস্যরা। মিমি আসতে পারেন বলে খবর রটলেও পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজে ব্যস্ত থাকায় আসতে পারছেন না তারকা সাংসদ।


You might also like!