দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গণেশ চতুর্থী মানেই বাঙালির দোর
গোড়ায় দুর্গাপুজো। মা দুর্গার আবাহনে সেজে ওঠে আপামর মর্ত্য বাসি। এই কলকাতার বুকে উল্লেখ্য যোগ্য পুজোগুলোর মধ্যে অন্যতম ২২৩ এর পল্লীর পুজো । কিছুটা দেরিতে হলেও গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে
শুরু হয়ে গেলো ২২৩ এর পল্লীর পুজোর উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন এলাকার পৌর প্রতিনিধি ও পৌরসভার অন্যতম সদস্য স্বপ্নন সমাদ্দার।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, গনেশ চতুর্থীর শুভ লগ্নে তারা মানিকতলা ২২৩ এর পল্লীর শারদীয়া উৎসবের খুঁটি পুজো করলেন। এ বছর তাঁদের পুজোর ৫০ বছর পূর্ণ হলো। তাঁরা পুজোর থিম করেছে -'শান্তি'। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সর্বত্র অশান্তি ও যুদ্ধ চলেছে। তাই তাঁদের থিম 'শান্তি'। তারা জানান, মায়ের কাছে তাঁদের প্রার্থনা, মানুষের মনে বাস করা অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তি জেগে উঠুক।
স্বপ্নন সমাদ্দার বলেন, কলকাতার পুজোগুলোর মধ্যে ২২৩ এর পল্লীর পুজো খুবই উল্লেখযোগ্য। এখানে সকলে সমবেত হয়ে খুবই সুন্দরভাবে পুজো করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বাংলার পুজোকে আন্তর্জাতিক মর্যাদায় পৌঁছে দিয়েছে। তিনি আরো বলেন, কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে বাংলায় অশান্তি তৈরী করতে চাইছেন। সেই সমস্ত মানুষের শুভ বুদ্ধির জাগরণের জন্য তিনি মায়ের কাছে প্রার্থনা করবেন।