Festival and celebrations

10 months ago

Ram Mandir : রামলালার ৫১ ইঞ্চির মূর্তির মাথা থেকে পা পর্যন্ত কী কী আছে জানেন?

Ramlala (File Picture)
Ramlala (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমস্ত আচার বিধি মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে ২২ জানুয়ারি। কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজের মূর্তিই এদিন প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরে। সোনা, রুপো আর হিরের অলঙ্কারে মোড়া সেই মূর্তিতে লুকিয়ে রয়েছে আরও অনেক তাৎপর্যপূর্ণ চিহ্ন। বাইরে থেকে সবটা বোঝা না গেলেও মূর্তিতে খোদাই করা আছে সে সব চিহ্ন। মূর্তির ওজন ১৫০ থেকে ২০০ কেজি। এই মূর্তিতে পাঁচ বছরের বালক রামের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। পরণে রয়েছে হলুদ ধুতি।

রামলালার সেই মূর্তি জুড়ে খোদাই করা আছে বিষ্ণুর ১০ অবতার। রয়েছে মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কালকির প্রতিকৃতি। ছাড়া ডান পায়ের কাছে খোদাই করা আছে হনুমানের প্রতিকৃতি।

রামকেও বিষ্ণুর অবতার রূপে বর্ণনা করা হয়। মনে করা হয়, ত্রেতাযুগে অযোধ্যার যুবরাজ ও রাজা রূপে রাম হিসেবেই অবতীর্ণ হয়েছিলেন বিষ্ণু। এছাড়া রামের মাথার দিকে খোদাই করা হয়েছে স্বস্তিক ও ওম-এর মতো হিন্দু ধর্মের কিছু প্রতীক। গদা, চক্র ও শঙ্খও খোদাই করা আছে পাথরের মূর্তি। এছাড়া ৫১ ইঞ্চির ওই মূর্তির হাতে রয়েছে তীর-ধনুক। আশীর্বাদের ভঙ্গিতে রয়েছে সেই মূর্তি।

সোমবার প্রাণ প্রতিষ্ঠার সময় বিভিন্ন ফুল দিয়ে তৈরি মোটা মালায় সাজানো হয়েছিল রামলালার মূর্তি। কপালে সোনার তিলক। আচার মেনে পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে ভগবান রামের।

You might also like!