Festival and celebrations

1 year ago

Diwali Decorations: উৎসবে বাড়ি সাজান এই উপায়ে!

Diwali Decoration (File Picture)
Diwali Decoration (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসবের মরসুম অর্থাৎ দীপাবলি আসন্ন। তাই কিভাবে নিজের বাড়িকে সাজিয়ে তুলতে পারেন আপনি? রইল টিপস। 

ড়ির দরজা সাজাতে তোরণের জুড়ি মেলা ভার। অনেকের বাড়িতে তোরণ দিয়ে দুয়ার সাজানোর প্রথাও থাকে। আপনার বাড়িতে তা না থাকলেও তো সাজাতে পারেন। দেখতে ভালোই লাগবে। আলোর উৎসবে আলোর রোশনাই তো থাকবেই। প্রদীপ, মোমবাতি কিংবা টুনি লাইট, যা দিয়েই বাড়ি সাজান না কেন দেখতে সুন্দরই লাগবে। কিছুটা দরজার চারপাশেও লাগিয়ে দেবেন। চাইলে তার সামনে ফটোশুটও সেরে ফেলতে পারেন। ফুলের সুবাসে আপনার অন্দরমহলকে ভরিয়ে দিন উৎসবের মরশুমে। শুভ কাজে তো ফুলের কোনও বিকল্প নেই। চোখের আরামের পাশাপাশি ঘ্রাণেও মিশে যাবে ভাল লাগার আমেজ। দরজার সামনে ফুলের রঙ্গোলিও করে দিতে পারেন।

অনেকের বাড়িতেই ছোট ছোট টবে গাছ থাকে। সেগুলোকে বচ্ছরকার এই দিনে দরজার সামনে রেখে দিন। দেখবেন চেনা দরজাটাও নতুন করে সুন্দর হয়ে উঠবে।

You might also like!