দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ৪ ডিসেম্বর। বড়দিন একেবারে দোরগোড়ায়। আবারও আলোয় সেজে উঠবে পার্ক স্ট্রিট সঙ্গে থাকবে কচিকাচাদের ভিড়। তবে বড়দিন এ যেগুলো বাদ দিলে উৎসবটাই মাটি, সেগুলো হল।
হোম ডেকোরেশন
ক্রিসমাস উপলক্ষে বাড়ি সাজিয়ে ফেলতে পারেন। সাজাতে পারেন ক্রিসমাস ট্রি। সঙ্গে রাখুন সান্তা দাদুকে। যা বাচ্চাদের অত্যন্ত প্রিয়। এছাড়াও নানান রকমের আলো দিয়ে সাজিয়ে ফেলতে পারেন বাড়ি।
কেক
বড়দিনকে সব উৎসব থেকে আলাদা করেছে এই কেক। যা ছাড়া বাঙালির ক্রিসমাস সেলিব্রেশন একেবারেই অচল। বাড়িতে বা বাইরে থেকে নানান স্বাদের কেক খাওয়া যেতে পারে সেদিন। আখরোটের কেক, প্লেইন কেক এবং প্লাম কেক বানানো যেতে পারে।
জমিয়ে খাওয়া দাওয়া
ক্রিসমাস মানেই কিন্তু খাওয়া। রসনাতৃপ্তির এক আলাদা অনুভূতি। আর পার্কস্ট্রিটের বড়দিনে জায়গা করে নেয় ডাক ভিন্দালু, পিজ পোলাও, ইয়েলো রাইস, কোপ্তা মালাইকারি, চিকেন বা টার্কি রোস্ট, সল্ট মিট, রোজ-কুকিজ ও কুলকুলসের মতো আরও নানা পছন্দের পদ। ক্রিসমাসের কেকের বিভিন্ন স্বাদের সঙ্গে এইসব পদও আলাদা করে তৃপ্তি দেয় বড়দিনে।
গির্জা ভ্রমণ
বড়দিনে গির্জাকে কেন্দ্র করে উৎসবের আয়োজন। বড়দিনের বিশেষ প্রার্থনা তো আছেই, সেইসঙ্গে গির্জা দর্শনের একটা বিশেষ ইচ্ছা থাকে ভ্রমণপিপাসু বাঙালির। বাঙালিরা এদিনটিকে বেছে নেন গির্জায় ভ্রমণের জন্য। কলকাতার সমস্ত গির্জাতেই তাই এই বিশেষ দিন ভিড়ে জমজমাট থাকে। আর গির্জার সঙ্গে সেলফি বা মোবাইল-ক্যামেরায় ছবি তোলার ধূম তো আছেই।