দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আরজিকর কাণ্ডের জেরে এখনও পুজোয় সামিল হতে পারছেন না আপামর বঙ্গ বাসী। সেই নিরিক্ষে হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির দুর্গাপুজো এবার আরজিকরের আবহ। বনেদি আনার সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় ৫৭০ বছরে পদার্পণ করেছে এই পুজো।বর্তমান পরিস্থিতিতে আরজিকরের ঘটনার প্রভাব পড়েছে তাদের পুজোয়। তবে পুজো বন্ধ নয়, বরং বাড়ির মহিলা ও পুরুষরা মিলে একটি নাটক মঞ্চস্থ করেছেন আরজিকর ঘটনার প্রতিবাদ স্বরূপ যার নাম দিয়েছেন অপরাজিতা।
হুগলির কোন্নগরের জমিদার হিসাবে সূচনা হয় ঘোষাল পরিবারের। ১৪৫৪ খ্রিস্টাব্দে শুরু হয় তাদের জমিদারি। সেই থেকেই বাড়ির ঠাকুর দালানে আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনার সূত্রপাত। এখনো এই পুজোয় আসে ইংরেজ দের থেকে অনুদান। ঘোষাল বাড়ির ৫৭০ বছরের দূর্গা পুজো বরাবরই শিল্পের পৃষ্ঠপোষক। পুজোর দিনে ঠাকুর দালানে বসে নাটক, যাত্রা পালার আসর। আগে একটা সময় দুর্গাপুজোয় এখানে এসে গান গেয়ে গিয়েছিলেন ওস্তাদ বুরদুল খান, হেমন্ত মুখোপাধ্যায় এর মতন দিকগজ সঙ্গীতশিল্পীরা। এই বছর আরজিকর ঘটনার প্রতিবাদে বাড়ির মহিলা ও পুরুষরা মিলে নাট মন্দিরেই মঞ্চস্থ করবেন এক বিশেষ নাটক অপরাজিতা। যার প্রস্তুতিও চলছে একেবারে জোর কদমে।