দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তারাপীঠে যারা মায়ের দর্শন করতে যাবেন বলে ভাবছেন, এবার থেকে তাদের মানতে হবে না না বিধিনিষেধ। অঞ্জলি দেওয়া থেকে মোবাইল ব্যবহার সব ক্ষেত্রেই কড়াকড়ি। সোমবার অর্থাৎ ১৮ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।
মন্দির কমিটির তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে একগুচ্ছ নয়া নিয়মের বিষয়ে বলা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ, গর্ভগৃহের ভিতর অঞ্জলি দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল। এমনকী ভিতরে মোবাইল ফোন নিয়ে ছবিও তোলা যাবে না। পূজারি, দর্শনার্থী কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না।
নির্দেশিকায় উল্লেখ, তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা এবং মা তারার সঙ্গে সেলফি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনও সহকারী পূজারী ও দর্শনার্থীদের স্মার্ট ফোন নিয়ে মন্দিরে ঢোকা যাবে ন। ফোন নিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন না। এছাড়াও ১৮ ডিসেম্বর থেকে গর্ভগৃহের ভিতরে অঞ্জলি দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, মোবাইল ও সেলফির জন্য গর্ভগৃহে ভিড় জমে যায়। অনেকে সেলফি তুলতে চান। এতে পুজোর বিঘ্ন ঘটে। অনেক মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িযে থাকেন। ফলে বাকি ভক্তদের পুজো দিতে দেরি হয়ে যায়। মন্দি্র কমিটির তরফে আরও জানানো হয়, সেবাইত বা পুরোহিতদের সঙ্গে মন্দিরের ভিতরে ঢুকে দর্শনার্থীরা বেরোতে চান না।তাই সব দিক বিবেচনা করে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অনেকে আবার গর্ভগৃহের ভিতরে ঢুকে পূজারীদের সাহায্যে অঞ্জলি দেন। পুজোপাঠ করেন। এর ফলে সাধারণ মানুষের মা তারাকে দর্শন অনেক কাঠখড় পোড়াতে হয়। তা রুখতেই নয়া নিয়ম কার্যকর হবে।