দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উমা বিদায়ের পর এবার শ্যামার আগমনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লাবগুলি। আর কালী পুজোয় প্রস্তুতির কেন্দ্র বিন্দুতে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলার মূল আকর্ষণ বারাসত। তবে বারাসত এর সাথে এবার আকর্ষণের কেন্দ্র হতে চলেছে ব্যারাকপুর।
দেশপ্রিয় পার্কের বড় দুর্গার আদলে ৮০ ফুটের সবচেয়ে বড় কালী মূর্তি তৈরি করে শ্যামা পুজোয় চমক দিতে চলেছে ব্যারাকপুরের মনিরামপুর বটতলা স্পোটিং ক্লাব। গত বছর ওই ক্লাবই তৈরি করেছিল ৬০ ফুটের কালীপ্রতিমা। গতবছর ব্যাপক সাড়া মেলায় উদ্যোক্তাদের তরফে প্রতিমার উচ্চতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ভাবনা থেকেই আশি ফুটের কালী প্রতিমা তৈরি কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বটতলা স্পোর্টিং ক্লাবে।