Entertainment

1 month ago

Tollywood Actor Arrested : উঠতি মডেলকে লাগাতার নির্যাতন, গ্রেফতার টলিউড অভিনেতা

Atish Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উঠতি মডেলকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন টলিউডঃ অভিনেতা অতীশ ভট্টাচার্য, পুলিশ সূতের খবর গত ছ’মাস ধরে তাঁর উপর নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা। সুত্রের আরো খবর,২৯ জানুয়ারি সকাল ১০ টা নাগাদ সেই উঠতি মডেলকে রীতিমতো জোর করে বাড়িতে আটকে রেখেছিলেন অতীশ। শুধু তা-ই নয়, তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগে জানিয়েছেন সেই মডেল।  

শরীরে বেশ কিছু জায়গায় কামড়ের দাগ রয়েছে ওই মডেলের। অতীশ ওই মডেলকে ঘুষি এবং লাথি মারেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এ ছাড়াও ওই মডেলকে বার বার হুমকিও দিয়েছেন অতীশ। ঘটনার পর উঠতি মডেলকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার, হরিদেবপুর থানায় ওই মডেল লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অতীশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অতীশকে আলিপুর আদালতে পেশ করার কথা। 


You might also like!