দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তারাদের দেশে পাড়ি দিলেন তামিল অভিনেতা মোহন। জানা যাচ্ছে, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬০। মাদুরাইয়ের থিরুপারঙ্কুন্দ্রমের একটি রাস্তা থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। তবে কেন এই মৃত্যু? কারণ হিসেবে জানা যাচ্ছে, বেশ অনেকদিন ধরেই দারিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। কোথাও অভিনয়ের সুযোগ না পেয়ে চাকরিও খুঁজছিলেন হন্যে হয়ে। কয়েক বছর আগে স্ত্রী মারা গেলেন, তিনি বেঁছে নিলেন ভিক্ষের পথ। সালেম জেলায় নিজের বাড়ি থাকলেও আর্থিক দুরবস্থার কারণে চ্যারিয়ট রোডের কাছে রাস্তার ধারেই থাকতে শুরু করেন মোহন। পুলিশের অনুমান, দীর্ঘ অনাহারে এবং শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার।
এএনআই-এর রিপোর্ট মোতাবেক গত ৩০ জুলাই রাস্তার ধারে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। থিরুপারঙ্কুন্দ্রম পুলিশ অভিনেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাদুরাইয়ের সরকারি হাসপাতালে পাঠায়। সেখান থেকে পুলিশ মৃতদেহ সালেমে তাঁর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেয়। মোহনের দুই ভাই এবং তিন বোন রয়েছেন। তাঁরা সবাই সালেমে থাকেন।
প্রসঙ্গত, মোহন ছিলেন ৮০ দশকের গোঁড়া থেকে ৯০ দশকের মাঝামাঝি সময়ের চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেতা। গুরুত্বপূর্ণ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে।
১৯৮৯ সালে জনপ্রিয় তামিল ছবি ‘অপূর্ব সগোধরারগল’ (যা পরবর্তীকালে হিন্দিতে ‘আপ্পু রাজা’ নামে প্রকাশিত হয়েছিল)-এ অভিনেতা কমল হাসনের বন্ধুর চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে রয়েছে।
‘অপূর্ব সগোধরারগল’ ছাড়াও ‘নান কদভুল’, ‘অথিসয়া মণিথারগাল’-এর মতো জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছিলেন।