
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ছোটবেলা থেকে শাহরুখ খানের বড় ভক্ত অভিনেত্রী তৃণা, এবার কলকাতার এক পার্টিতে তৃণার সঙ্গে দেখা হল আরিয়ান খানের। কলকাতার এদিনের এই তারকাখচিত পার্টিতে হাজির ছিলেন শাহরুখপুত্র আরিয়ান। নাইটক্লাবে চলা মধ্যমা প্রদর্শন বিতর্কের সময়ও তাঁর আচরণে মুগ্ধ হন তৃণা। তিনি জানিয়েছেন, “আরিয়ান একেবারে বিনয়ী। এত বড় পরিবারের সন্তান হলেও সকলের প্রতি ওঁর ব্যবহার নজরকাড়া।”
রবিবারের রাতে পার্টিতে রাত তিনটা পর্যন্ত ছিলেন তারা। তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় পার্টির ঝলক শেয়ার করেছেন। এক সংবাদমাধ্যমে রবিবাসরীয় পার্টির অভিজ্ঞতাও শেয়ার করেন। বলেন, “আরিয়ান এই শহরে প্রায়ই আসেন। এবার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে এসেছিলেন। শাহরুখের তুলনায় আরিয়ানের ব্যস্ততা কম। তাই কেকেআর নিয়ে যাবতীয় দেখভাল করেন। পার্টিতে উপস্থিত সকলের দিকে ওঁর নজর ছিল। কে কী খেতে চান, নিজেই তা-ও দেখভাল করছিলেন।”
সম্প্রতি মধ্যমা বিতর্কের কারণে আরিয়ানের বিরুদ্ধে মহিলাদের অপমানের অভিযোগ ওঠায় তিনি আইনি জটিলতায় জড়িয়েছেন। তবুও তৃণা বলছেন, “আরিয়ান এতটাই বিনয়ী যে এত বড় পরিবারের সন্তান তা বোঝাও সম্ভব নয়। সকলের সঙ্গে ছবি তুলছেন। পার্টি শেষে ম্যানেজার ছবি তুলতে বারণ করছেন। তবে ওঁর কোনও আপত্তি নেই।” পার্টির ব্য়স্ততা সামলেও নাকি কেকেআর নিয়ে একপ্রস্থ কথা হয় দু’জনের। সবমিলিয়ে আরিয়ানের ব্যবহারে যে মুগ্ধ তৃণা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
রাত জেগে পার্টি করলেও তৃণা তার পেশাদারিত্বের কাছে সমর্পিত। সোমবার সকালে তিনি ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালের শুটিং সেটে পৌঁছন, যেখানে এই সিরিয়াল এবারের টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে। তাই পার্টি শেষেও কাজের দায়িত্ব নিশ্চিত করেছেন তিনি। সবমিলিয়ে পার্টিতে আরিয়ানের বিনয়ী ও যত্নশীল আচরণ তৃণাকে মুগ্ধ করেছে, এবং তিনি সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতা উচ্ছ্বসিতভাবে শেয়ার করেছেন।
