Entertainment

1 year ago

Tele Serial Fulki : রোহিতের জীবনে ফিরে এল প্রথম স্ত্রী !

Tele Serial Fulki
Tele Serial Fulki

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'ফুলকি'-র (Tele Serial Fulki) জীবনে ফের নতুন ঝড় । আর এবার সেই ঝড়ের নাম শালিনী । রোহিতের প্রথম স্ত্রী । আবারও এন্ট্রি নিতে চলেছে রোহিতের জীবনে । ধারাবাহিকের (Tele Serial) নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই তার ইঙ্গিত মিলল । তাহলে কি এবার রোহিতের জীবন থেকে পাকাপাকিভাবে মুছে যাবে ফুলকি-র নাম ? নাকি জ্বলে উঠবে ফুলকি ! পরবর্তী এপিসোডে কী হয়, তা দেখতে উৎসাহী দর্শকরাও ।

সদ্য চ্যানেলের তরফে যে প্রোমো সামনে এসেছে, সেখানে দেখা গেল ধূমধাম করে রোহিতের জন্মদিন পালন করছে পরিবারের সবাই । ফুলকি নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছে রোহিতকে । কিন্তু সেইসময়ই কেক নিয়ে এন্ট্রি হয় রোহিতের প্রথম স্ত্রী শালিনীর । পায়েস না খেয়ে তার দিকেই ছুটে যায় রোহিত । সেখান থেকে রেগে চলে যায় ফুলকিও । তারপর হঠাৎ বক্সিং ব্যাগে বড়সড় পাঞ্চ মারতেই সেটা রোহিতের নাকে গিয়ে লাগে । তাহলে কি এবার সত্যি সত্য়ি জ্বলে উঠবে ফুলকি ? রোহিতের জীবন থেকে শালিনীর নাম কি মুছে দিতে পারবে ? নাকি নিজেই মুছে যাবে রোহিতের জীবন থেকে ? আগামী পর্বগুলোতেই তার উত্তর পাওয়া যাবে ।

শালিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শার্লি মোদক । বহুদিন পর আবার কামব্যাক করছেন ছোটপর্দায় । শেষ তাঁকে দেখা গিয়ে লক্ষ্মী কাকিমা ধারাবাহিকে ষ


You might also like!