দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নীতা আম্বানি, পৃথিবীর ধনকুবের
মুকেশ পত্নী তিনি। সোনা-হিরেতে মুড়ে থেকেন নীতা সবসময়। মেকআপ থেকে জল, সব কিছুতেই থাকে
সোনার ছোঁয়া। বয়স ৬০-র গণ্ডি পেরোলেও নীতা আম্বানির চোখে মুখে এখনও তারুণ্যে ছাপ। অনেকেই
বিশ্বাস করেন , বিদেশি প্রসাধনী নীতার রোজের রূপচর্চার সঙ্গী। সেই বিশ্বাস যে ভ্রান্ত,
তা একেবারেই নয়। তবে প্রসাধনীই নীতার রূপের একমাত্র রহস্য নয়। নীতা রোজ সকালে চুমুক
দেন এক বিশেষ পানীয়ে। অচেনা, বিদেশি কোনও ফল-সব্জি দিয়ে সেই পানীয় তৈরি হয় না। অতি
পরিচিত বিটের রস-ই নীতার সৌন্দর্যের চাবিকাঠি।
কি গুন আছে বিটে?
বিশেষজ্ঞদের মতে, একাধিক গুনের অধিকারি হল বিট। ঝকঝকে ত্বক হোক কিংবা ছিপছিপে শরীর, দুইয়ের জন্যেই বিট খুব উপকারী। বিটে রয়েছে ফাইবার উপাদান, যা হজমশক্তি বৃদ্ধি করে। হজম ভাল হলে বয়স ধরে রাখা খুবই সহজ। বিটে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান, ত্বক ভিতর থেকে সতেজ রাখতে বিটের জুড়ি মেলা ভার। পাশাপাশি বিট অকাল-বার্ধক্য ঠেকাতেও বেশ শক্তিশালী। বিটের গুণে জেল্লাদার হয় ত্বক। শরীরে জমে থাকা টক্সিন বাইরে বার করে দিতে পারে বিট। টক্সিন আসলে শরীর এবং ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিট টক্সিনমুক্ত রাখতে সাহায্য করে।