Entertainment

8 months ago

Raima Sen : 'মা কালী' রাইমা, এবার লাগাতার হুমকি ফোন অভিনেত্রীকে, চিন্তায় সুচিত্রা সেনের নাতনি

Raima Sen
Raima Sen

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃটলিউড থেকে বলিউড তারকাদের সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা বা কুরুচিকর মন্তব্য করা নতুন কিছু নয়। কিন্তু এবার এক নতুন ঘটনার সাক্ষী হলেন টলিউড অভিনেত্রী রাইমা সেন। হিন্দি ছবি ‘মা কালী’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সবেমাত্র মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবির পোস্টার ও ট্রেলার। এরই মধ্যে একের পর এক হুমকি ফোন পেয়েছেন তিনি। তাও আবার তাঁর বাড়ির ল্যান্ড লাইনে। 

রাইমার আগামী ছবিটির প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক প্রতিহিংসা। তাঁর পরিবারের সদস্যদের দাবি, এই ছবির বিতর্কিত বিষয় নিয়ে রীতিমত আপত্তি উঠে আসছে। ছবিতে দেখানো হবে দেশ বিভাজন, সেই সময়ের লাখ লাখ ছিন্নমূল পরিবার, যারা নিজেদের বাড়ি ছেড়েছে, অত্যাচারিত হয়েছে। আর সেই অত্যাচারে সর্বহারা ঘোষ পরিবার। সেই ঘটনার গল্প ‘মা কালী’তে। 

ফোন কলারদের বক্তব্য অনুযায়ী, ভোটের ঠিক আগে প্রোপাগান্ডা ছবি! সুচিত্রা সেনের নাতনি হয়েও কেন রাজি হলেন? অভিনেত্রীকে বলেন আপনাকে তো কলকাতাতেই থাকতে হবে! তাদের মূল বক্তব্য, এই ছবিতে দেখানো হয়েছে কলকাতার ছিন্নমূল একাধিক পরিবারের উপর ঘটে যাওয়া অত্যাচারের ঘটনা। তারই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিএএ সঙ্গেও মিল আছে বলে অভিযোগ। 

যদিও অভিনেত্রী এখন মুম্বইতে, কিন্তু তাঁর কলকাতার বাড়িতে একা থাকেন তাঁর মা-বাবা। রীতিমধ্যে তাঁর পরিবার এখন দুশ্চিন্তায় রয়েছেন।  রাইমা সেন বললেন, সিনেমা না দেখে কখনওই বিচার করা উচিত নয়। একজন অভিনেত্রী হিসেবে যে কোনও চরিত্রে অভিনয় করাটাই স্বাভাবিক। তিনি এখনই কোনও আইনি পদক্ষেপ নেবেন না বলে জানিয়েছেন। তিনি এখন সিনেমাটির টিজার ও ট্রেলারের মুক্তির জন্য অপেক্ষায় রয়েছেন। তিনি জানান এরপর যদি আর এই ধরনের কল আসে তাহলে তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।


You might also like!