Entertainment

1 year ago

Celine Dion : বিরল স্নায়ুরোগে আক্রান্ত ‘টাইটানিক’ খ্যাত সেলিন ডিয়ন, ছাড়তে হতে পারে গান!

Celine Dion, famous for 'Titanic' suffering from a rare neurological disease
Celine Dion, famous for 'Titanic' suffering from a rare neurological disease

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিরল স্নায়ু রোগে আক্রান্ত সেলিন ডিয়ন। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই রোগের কথা জানান প্রখ্যাত সংগীতশিল্পী। ‘মাই হার্ট উইল গো অন…’ — ‘টাইটানিক’ ছবির এই গান গেয়েই সারা বিশ্বে জনপ্রিয়তা পান সেলিন ডিয়ন। প্রায় আড়াইশোটি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। যার মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি গ্রামি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে সেলিন জানান, ‘স্টিফ পার্সন সিনড্রোম’ নামের রোগ বিরল স্নায়ুরোগে বহুদিন ধরেই আক্রান্ত সেলিন। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। তাই এতদিন বাদে অনুরাগীদের জানাচ্ছেন।

সেলিন জানান, তাঁর রোগ এতটাই বিরল যে দশ লক্ষ মানুষের মধ্যে একজনের হয়। এর জেরে আপাতত তাঁকে গান কিছুদিন বন্ধ রাখতে হবে। তাই নিজের আসন্ন কনসার্ট এবং অনুষ্ঠান বাতিল করছেন। অভিনেত্রীর এমন অসুস্থতার খবর পেয়েই চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তাঁদের আশ্বস্ত করে ৫৪ বছরের তারকা জানান, তাঁর চিকিৎসকরা অত্যন্ত দক্ষ। তাঁদের পরামর্শ মেনেই চলছেন। পাশে সন্তানরাও রয়েছে। 

You might also like!