রাঁচি, ২ নভেম্বর: ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে ন্যায়বিচার পাবে যুবসমাজ। আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা শিবরাজ সিং চৌহান শনিবার বলেছেন, ঝাড়খণ্ডের জন্য বিজেপির নির্বাচনী ইনচার্জ শিবরাজ সিং চৌহান বলেছেন, "বিজেপির সংকল্প হল, সরকার গঠনের সাথে সাথেই প্রথম মন্ত্রিসভায় ২ লক্ষেরও বেশি শূন্য পদ পূরণের প্রস্তাব অনুমোদন করা হবে। আমাদের সংকল্প হল, পেপার ফাঁসের পূর্ণাঙ্গ তদন্ত হবে, যুবসমাজ ন্যায়বিচার পাবে, শূন্য পদ ছাড়াও আরও ৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করব।"
হেমন্ত সোরেনের বয়স বিতর্ক এবং সে প্রসঙ্গে তাঁর স্ত্রী কল্পনা সোরেনের মন্তব্য শিবরাজ সিং চৌহান বলেছেন, "বিষয়টিকে বিভ্রান্ত করবেন না, সত্য কথা বলুন... আপনি কেন সত্যকে আড়াল করার চেষ্টা করছেন।" উল্লেখ্য, কল্পনা শুক্রবার হেমন্তের বয়স বিতর্ক প্রসঙ্গে বলেছিলেন, 'বয়স কি এত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে?...আমার মনে হয় আপনারা (বিজেপি) হেমন্ত সোরেনের ব্যাপারে এত ভয় পাচ্ছেন যে কোনও বিষয়ই পাচ্ছেন না, আপনাদের ভয় বলছে আপনারা হেমন্তকে কত ভয় পাচ্ছেন।"