Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

1 month ago

Uttar Pradesh GDP growth : উত্তর প্রদেশ ভারতের উন্নয়নের অন্যতম ইঞ্জিন : যোগী আদিত্যনাথ

Yogi Adityanath  (symbolic picture)
Yogi Adityanath (symbolic picture)

 

লখনউ, ২৯ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার 'বিকশিত ইউপি-২০৪৭' কর্মসূচিতে সমস্ত মেয়রদের সঙ্গে ভার্চুয়াল সংলাপ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, "আট বছর আগে উত্তর প্রদেশের জিডিএসপি ছিল ১২ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা, এবং আমরা এই অর্থবছরের শেষ নাগাদ এটিকে ৩৬ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। রাজ্যে এখন আমাদের মহাসড়কের নেটওয়ার্ক আছে, অন্যান্য রাজ্যের সঙ্গে ভাল যোগাযোগ রয়েছে এবং প্রতিটি জেলা সদরে দুই বা চার লেনের হাইওয়ে সংযোগ নিশ্চিত করা হয়েছে। এটি সেই একই রাজ্য, কিন্তু রাজ্যের উন্নয়নের প্রতি ইচ্ছা রূপান্তর এনেছে। এখন অযোধ্যা এবং কাশী, মথুরা এবং বৃন্দাবন বদলে গেছে। আজকে কেউ উত্তর প্রদেশকে 'বিমারু' রাজ্য বলতে পারবে না, বরং এটি ভারতের উন্নয়নের অন্যতম ইঞ্জিন।"

You might also like!