Country

1 month ago

Vijaya Kishore Rahatkar: নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো, আশ্বাস দিলেন বিজয়া কিশোর রাহাতকর

Vijaya Kishore Rahatkar
Vijaya Kishore Rahatkar

 

নয়াদিল্লি, ২২ অক্টোবর : জাতীয় মহিলা কমিশনের প্রধান হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন বিজয়া কিশোর রাহাতকর। মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের প্রধান হিসেবে কার্যালয়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। আশ্বস্ত করে বলেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। বিজয়া কিশোর রাহাতকর এদিন বলেছেন, "আমার প্রতি আস্থা ও এত বড় দায়িত্ব দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। আমি নিজের সেরাটা দেব।"

তিনি আরও বলেছেন, "নারী ও শিশুদের প্রতি অপরাধের ক্রমবর্ধমান সংখ্যা আমাদের সকলের জন্য উদ্বেগের বিষয়। এই ধরনের বিকৃত মানসিকতার মানুষ, যারা এই ধরনের অপরাধ করে তাদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দেওয়া উচিত এবং এই ধরনের কোনও অপরাধ করার আগে তাদের পরিণতির আশঙ্কা করা উচিত, কমিশন এই লক্ষ্যে কাজ করে যাবে।"

কলকাতার আর জি কর কাণ্ড প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রধান বিজয়া কিশোর রাহাতকর বলেছেন, "কলকাতার ঘটনাটি ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাতীয় মহিলা কমিশন দ্বারা গৃহীত সমস্ত পদক্ষেপ প্রকাশ্যে আনা হয়নি, তবে কমিশন নিজস্ব কাজ চালিয়ে যাচ্ছে... আমরা এভাবেই কাজ চালিয়ে যাব।"

You might also like!