Country

1 year ago

Water level rising in Yamuna : দিল্লিতে ক্রমেই বাড়ছে যমুনার জলস্তর, বাড়ি ডুবতেই রাস্তা এখন নতুন ঠিকানা বহু মানুষের

water level rising in yamuna river in delhi
water level rising in yamuna river in delhi

 

নয়াদিল্লি, ১৮ আগস্ট : রাজধানী দিল্লিতে ক্রমেই বেড়ে চলেছে যমুনা নদীর জলস্তর। যমুনার জলস্তর বৃদ্ধির ফলে নদী সংলগ্ন নীচু এলাকা ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। ঘর-বাড়ি ডুবে গিয়েছে। সেই সমস্ত এলাকায় বসবাসকারী মানুষজনের এখন নতুন ঠিকানা রাস্তা। দিল্লির অক্ষরধাম এলাকায় রাস্তার পাশে ফুটপাথেই কোনওভাবে দিনযাপন করছেন অসংখ্য মানুষজন। অপেক্ষা করছেন প্রশাসনের সাহায্যের।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যেখানে আমরা বসবাস করি সেখানে ৪ ফুট পর্যন্ত জল থইথই অবস্থা। জলস্তর যে বাড়ছে সে বিষয়ে কেউ আমাদের কিছু জানায়নি। ঘর-বাড়িতে জল ঢুকে গিয়েছে। থাকার জায়গা নেই। বাবা-মা ও সন্তানদের নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষজনের এখন নতুন ঠিকানা রাস্তা।

You might also like!