শিমলা, ৯ আগস্ট: ভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে এমনিতেই দুর্বিষহ অবস্থা হিমাচল প্রদেশে, এমতাবস্থায় ১০ ও ১১ আগস্ট পাহাড়ি এই রাজ্যে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিমলা, মানালি, কুল্লু, মান্ডি, সিরমৌর ও চম্বায়। শিমলা ও কুল্লু-সহ রাজ্যের বিভিন্ন অংশে আকস্মিক বন্যা, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
বিগত বেশ কিছু দিন ধরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশে, নানা অংশ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত। পাহাড়ি এলাকায় ভূমিধসের মতো ঘটনাও ঘটছে। ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতি ভারতীয় আবহাওয়া ১০ ও ১১ আগস্ট হিমাচল প্রদেশের রাজধানী শিমলা-সহ রাজ্যের নানা অংশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।