Country

4 months ago

Uttarakhand:প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক

Uttarakhand hit by heavy rain
Uttarakhand hit by heavy rain

 

দেরাদুন, ২৫ আগস্ট : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বেহাল অবস্থা উত্তরাখণ্ডের একাধিক জায়গায়। তার জেরে ফের বন্ধ হলো বদ্রীনাথ জাতীয় সড়ক।

প্রসঙ্গত, ভারী বৃষ্টির কারণে চলতি বছরে বারবার বিঘ্নিত হয়েছে চারধাম যাত্রা। বৃষ্টিপাতের ফলে নিত্য ঘটছে ভূমিধসের ঘটনা। যার কারণে উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ একাধিক রাস্তা অবরুদ্ধ হয়েছে বহুবার। রবিবার জানা গেছে, ফের একবার পাগলনালা এবং নন্দপ্রয়াগে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে প্রবল বর্ষণের জেরে। আর তারফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা এবং পর্যটক ও পুণ্যার্থীরা।


You might also like!