Country

11 months ago

Yogi Aditya Nath slammed opposition : ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করছে কংগ্রেস-সহ বিরোধীরা : যোগী আদিত্যনাথ

CM of UP Yogi Aditya Nath (File Picture )
CM of UP Yogi Aditya Nath (File Picture )

 

লখনউ, ২৫ মে : বিরোধীদের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস-সহ ১৯টি বিরোধী দল নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছে। এরই প্রেক্ষিতে বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করছে বিরোধীরা।

উল্লেখ্য, নতুন সংসদ ভবন উদ্বোধন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় সরব হয়েছেন বিরোধীরা। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছে। বুধবার পর্যন্ত ১৯টি বিরোধী দল এই অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছে। যা নিয়ে বিরোধীদের পরোক্ষে কটাক্ষ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার যোগী বলেছেন, "এই ঐতিহাসিক উপলক্ষকে একটি মর্যাদাপূর্ণ ও গর্বের মুহূর্ত করার পরিবর্তে, কংগ্রেস সহ বিরোধীরা বিবৃতি দিচ্ছে। এটা দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন। গণতন্ত্রকে দুর্বল করা হচ্ছে, আমি মনে করি দেশ কোনও অবস্থাতেই এটা মেনে নেবে না।"


You might also like!