Country

4 hours ago

Bihar Tiranga Yatra: বিহারের বেতিয়ায় তিরঙ্গা যাত্রার আয়োজন, উৎসাহ-উদ্দীপনায় শামিল বহু মানুষ

Bihar Tiranga Yatra
Bihar Tiranga Yatra

 

বেতিয়া, ১৮ মে : পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধে অপারেশন সিঁদুরের পর ভারতীয় সশস্ত্র বাহিনীর পরাক্রমকে কুর্নিশ জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে তিরঙ্গা যাত্রা। রবিবার বিহারের বেতিয়াতে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানানো হয়েছে। তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন মন্ত্রী রেণু দেবী। তিনি বলেছেন, "মহিলারা প্রথমে শহীদ স্মারক থেকে একটি তিরঙ্গা যাত্রা বের করেন, আমাদের সাহসী সৈন্যদের সম্মান জানাতে এবং মাথা নত করে শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন।"

You might also like!