Country

1 year ago

Lok Sabha Election 2024: তিন নয়া প্রার্থী দিল্লির আসনে! BJP-র তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে

Three new candidates in the seat of Delhi! Speculation is rife about BJP's list
Three new candidates in the seat of Delhi! Speculation is rife about BJP's list

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্মুখে লোকসভা নির্বাচন। নির্ঘণ্ট প্রকাশের অপেক্ষা প্রায় শেষ বললেই চলে। তাই প্রস্তুতির শেষ সীমায় এসে পৌঁছেছে রাজনৈতিক দলগুলি। দফায় দফায় বৈঠক করছে কেন্দ্রের শাসক দল। এই মুহূর্তে নজরে প্রার্থী বাছাই। রাজধানী দিল্লির সাত লোকসভা আসনের প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত ব্যস্ত ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি। অন্যদিকে, দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও পাকা হওয়ার পর থেকেই আসন্ন নির্বাচনে কাদের প্রার্থী করা হবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বিরোধী শিবিরেও। কাকে প্রার্থী করা হবে সেবিষয়ে রাজনৈতিক দলগুলি ভরসা করে পর্যবেক্ষকের রিপোর্ট ও সমীক্ষা রিপোর্টের উপর।

কেন্দ্রীয় নেতৃত্ব এবং জেলা স্তর এবং দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করে পর্যবেক্ষক নিয়োগ করেছিল বিজেপি। সূত্রের খবর, বর্তমান সংসদ সদস্যদের জনপ্রিয়তা, তাদের কাজ ও জয়ের সম্ভাবনা নিয়েও দল সমীক্ষা চালিয়েছে। আসনগুলিতে কোন প্রার্থীকে দাঁড় করালে জয়ের সম্ভাবনা মোটামুটি নিশ্চিত তা জানতে চাওয়া হয়েছে নামের তালিকাও। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন, পর্যবেক্ষকদের রিপোর্ট স্থানীয় নেতৃত্বের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই রিপোর্ট আবার যাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেই তালিকা দেখেই প্রার্থীর নাম চূড়ান্ত ঘোষণা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

১৫০টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে ২৯ ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। ওই দিন বিভিন্ন রাজ্যে প্রায় ১৫০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ওই দিন দিল্লিতে তিন বা চারটি আসনে প্রার্থী করতে পারে বিজেপি। টিকিট পেতে পারেন বর্তমান একজন সাংসদ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে দিল্লির সাত লোকসভা আসনে বিপুল জয় পায় গেরুয়া শিবির। ওই আসনগুলিতে বিজেপি কংগ্রেস ও আপের মিলিত ভোটের চেয়ে বেশি ভোট পেয়েছিল।

সূত্রের খবর, দল এবার দুই থেকে তিনটি আসনে বর্তমান সাংসদের বদলে অন্য় কাউকে টিকিট দিতে পারে। সেই তালিকায় রয়েছে এক বলিউড অভিনেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ে ও কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম যাঁরা রাজ্যসভার সদস্য। দলীয় সূত্রের খবর, এই ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্বই নেন।

দিল্লিতে আপ-কংগ্রেস জোটের প্রশ্নে, সূত্র মারফত খবর, বিজেপি কিছু আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে। তবে এবারের ফল ২০১৪ ও ২০১৯ সালের মতোই ভালো হবে বলে আশাবাদী দিল্লি বিজেপি নেতৃত্ব। এই দুই নির্বাচনেই বিজেপি সবক'টি আসন জিতেছে। দলের এক বর্ষীয়ান নেতা বলেন, 'আমরা কোনও জোট নিয়ে চিন্তিত নয়। তবে এটা ঠিক বিজেপি কোনও নির্বাচনকেই হালকা ভাবে নেয় না।'

You might also like!