Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

1 year ago

By election: অনুরোধে মান্যতা দিল নির্বাচন কমিশন; কেরল, পঞ্জাব ও উত্তর প্রদেশে উপনির্বাচন হবে ২০ নভেম্বর

By-elections will be held in Kerala, Punjab and Uttar Pradesh on November 20
By-elections will be held in Kerala, Punjab and Uttar Pradesh on November 20

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  একাধিক জাতীয় ও রাজ্যস্তরের রাজনৈতিক দলের অনুরোধকে মান্যতা দিল নির্বাচন কমিশন। ১৩ নভেম্বরের পরিবর্তে কেরল, পঞ্জাব ও উত্তর প্রদেশে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২০ নভেম্বর। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরল, পঞ্জাব এবং উত্তর প্রদেশের বিধানসভা কেন্দ্রগুলিতে ১৩ নভেম্বরের পরিবর্তে উপনির্বাচন হবে ২০ নভেম্বর। বিভিন্ন উৎসবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় ও রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলি যেমন কংগ্রেস, বিজেপি, বিএসপি, আরএলডি এবং অন্যান্যদের অনুরোধে এবং কম ভোটার উপস্থিতির সম্ভাবনার প্রেক্ষিতে কেরল, পঞ্জাব এবং উত্তর প্রদেশের বিধানসভা কেন্দ্রগুলিতে উপ-নির্বাচনের সময়সূচী পুনঃনির্ধারণ করেছে। ১৩ নভেম্বরের পরিবর্তে উপনির্বাচনের ভোট হবে ২০ নভেম্বর।

You might also like!