Country

1 month ago

By election: অনুরোধে মান্যতা দিল নির্বাচন কমিশন; কেরল, পঞ্জাব ও উত্তর প্রদেশে উপনির্বাচন হবে ২০ নভেম্বর

By-elections will be held in Kerala, Punjab and Uttar Pradesh on November 20
By-elections will be held in Kerala, Punjab and Uttar Pradesh on November 20

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  একাধিক জাতীয় ও রাজ্যস্তরের রাজনৈতিক দলের অনুরোধকে মান্যতা দিল নির্বাচন কমিশন। ১৩ নভেম্বরের পরিবর্তে কেরল, পঞ্জাব ও উত্তর প্রদেশে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২০ নভেম্বর। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরল, পঞ্জাব এবং উত্তর প্রদেশের বিধানসভা কেন্দ্রগুলিতে ১৩ নভেম্বরের পরিবর্তে উপনির্বাচন হবে ২০ নভেম্বর। বিভিন্ন উৎসবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় ও রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলি যেমন কংগ্রেস, বিজেপি, বিএসপি, আরএলডি এবং অন্যান্যদের অনুরোধে এবং কম ভোটার উপস্থিতির সম্ভাবনার প্রেক্ষিতে কেরল, পঞ্জাব এবং উত্তর প্রদেশের বিধানসভা কেন্দ্রগুলিতে উপ-নির্বাচনের সময়সূচী পুনঃনির্ধারণ করেছে। ১৩ নভেম্বরের পরিবর্তে উপনির্বাচনের ভোট হবে ২০ নভেম্বর।

You might also like!