Country

3 hours ago

Justice Sanjeev Khanna: সুপ্রিম কোর্টের ৫১-তম প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না, তাঁরই নাম প্রস্তাব চন্দ্রচূড়ের

Justice Sanjeev Khanna
Justice Sanjeev Khanna

 

নয়াদিল্লি, ১৭ অক্টোবর : সুপ্রিম কোর্টের পরবর্তী তথা ৫১-তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রথা অনুযায়ী, বিচারপতি সঞ্জীব খান্নাকে নিজের উত্তরসূরি হিসেবে প্রস্তাব করেছেন। কেন্দ্রীয় আইন মন্ত্রককে চিঠি দিয়ে তিনি দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছেন।

কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, যেহেতু তিনি ১১ নভেম্বর অবসর নিচ্ছেন, তাই বিচারপতি সঞ্জীব খান্না হবেন তাঁর উত্তরসূরি। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর, বিচারপতি সঞ্জীব খান্না হতে চলেছেন সুপ্রিম কোর্টের ৫১-তম প্রধান বিচারপতি। বিচারপতি সঞ্জীব খান্নার অবসর নেওয়ার কথা ২০২৫ সালের ১৩ মে, অর্থাৎ নিজের অবসর গ্রহণের আগে ৬ মাসের মেয়াদে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন সঞ্জীব খান্না।

আগামী ১০ নভেম্বর অবসর গ্রহণ করছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তার পরেই দেশের ৫১-তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার কথা বিচারপতি খান্নার। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে প্রধান বিচারপতি হিসাবে খান্নার কার্যকালের মেয়াদ খুব একটা দীর্ঘ হবে না। ২০২৫ সালের ১৩ মে অবসর গ্রহণ করবেন তিনি।

দিল্লির জেলা আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু খান্নার। পরে তিনি দিল্লি হাইকোর্টের আইনজীবী হন। ২০০৪ সাল পর্যন্ত তিনি আয়কর বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন। ২০০৫ সালে দিল্লি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালে বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। বিচারপতি খান্না মুষ্টিমেয় কয়েক জনের মধ্যে অন্যতম, যাঁরা দেশের কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন।

You might also like!