Breaking News
 
IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের ISL: আইএসএলের ভাগ্য ঝুলে, সমাধানে আজ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে ফেডারেশন West Bengal government :আর গাফিলতি নয়! সরকারি প্রকল্পে 'জিয়ো ট্যাগিং' বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করল অর্থ দফতর PM Modi:ভুটান থেকে দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা মোদির: 'ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না' Delhi blast: গ্রেপ্তারির ভয়? মূল পাণ্ডার ছবি প্রকাশ, গাড়িতে চেপে ফিদায়েঁ হামলা চালিয়েছে দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড Mamata Banerjee:কেন্দ্রের স্বীকৃতিতে শ্রেষ্ঠ 'যাত্রী সাথী': বাংলার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

Country

1 month ago

Swami Chaitanya Nanda accused of sexual assault: যৌন নির্যাতনে অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দ, ভুয়ো নম্বর প্লেটের গাড়িও আটক

Swami Chaitanyananda Saraswati
Swami Chaitanyananda Saraswati

 

নয়াদিল্লি, ২৪ সেপেম্বর : দিল্লিতে ১৭ জন ছাত্রী স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। বসন্ত কুঞ্জ আশ্রমে তাঁদের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হতো বলে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রীরা। এমনকী অশ্লীল ভাষা প্রয়োগেরও অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ স্বামী চৈতন্যানন্দের একটি ভুয়ো নম্বর প্লেটের গাড়িও আটক করেছে।

বুধবার সকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ব্যবস্থাপক স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে ইনস্টিটিউটে পিজিডিএম কোর্সে পড়া ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ৩২ জন ছাত্রীর জবানবন্দি নেওয়া হয়, যার মধ্যে ১৭ জন ছাত্রীকে অশ্লীল ভাষা, অশ্লীল হোয়াটসঅ্যাপ/এসএমএস বার্তা এবং অবাঞ্ছিত শারীরিক সম্পর্কের অভিযোগ রয়েছে। বসন্ত কুঞ্জ থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভুয়ো নম্বর প্লেটের গাড়িও আটক করা হয়েছে। অভিযুক্ত পলাতক, পুলিশ তাকে খুঁজছে।

এ বিষয়ে শ্রী শ্রী জগদ্গুরু শঙ্করাচার্য মহাসংস্থানম দক্ষিণামনায় শ্রী শারদা পীঠম, শ্রীনগরী জানিয়েছে, "স্বামী চৈতন্যানন্দ সরস্বতী, পূর্বে স্বামী (ডঃ) পার্থসারথি নামে পরিচিত, শ্রী শ্রী জগদগুরু শঙ্করাচার্য মহাসম্স্থানম দক্ষিণাময় শ্রী শারদা পীঠম-এর স্বার্থের জন্য অবৈধ, অনুপযুক্ত এবং ক্ষতিকারক কার্যকলাপে লিপ্ত হয়েছেন। স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বেআইনি কাজ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।"

You might also like!