Country

2 days ago

Mansukh Mandaviya: সানডে অন সাইকেল উদ্যোগ দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে : মনসুখ মান্ডভিয়া

Mansukh Mandaviya
Mansukh Mandaviya

 

লখনউ, ২৩ মার্চ : অন্যথা হল না এই রবিবারও। রবিবার সকালে লখনউতে আয়োজিত হল ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল ইভেন্ট, যেখানে সাইক্লিংয়ে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। প্রায় ১,০০০ শিশু এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল।

কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, "ফিট ইন্ডিয়া আন্দোলনের অধীনে, রবিবার সাইকেল চালানোর উদ্যোগটি দেশব্যাপী একটি আন্দোলনে পরিণত হয়েছে। প্রতি রবিবার, এক ঘন্টার জন্য, সকল বয়সের মানুষ - যুবক এবং বয়স্করা - ফিট থাকার জন্য সাইকেল চালান।"

You might also like!