Country

1 year ago

Yogi Adityanath:দাসত্বের মানসিকতার অবসান ঘটাতে হবে, নিজেদের ঐতিহ্য নিয়ে গর্বিত হওয়া দরকার : যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ৩০ নভেম্বর : "আত্মনির্ভর ভারত থেকে শুরু করে একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দাসত্বের মানসিকতার অবসান ঘটাতে হবে এবং নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ব করতে হবে।" বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, "সমাজকে বিভক্ত করার অপচেষ্টা উন্নয়নের পথে অন্তরায়, যারা উন্নয়ন চায় না, তাঁরা পরিবারতান্ত্রিক রাজনীতি, জাতপাতের ভিত্তিতে দেশকে ভাগ করে এবং উন্নয়নের এজেন্ডাকে পেছনে ঠেলে দেয়।"

দেশজুড়ে চলা বিকশিত ভারত সংকল্প যাত্রার অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়ালি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লখনউতে বিকশিত ভারত সংকল্প যাত্রার আগমণে ও সুবিধাভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার প্রদান, জন-ধন অ্যাকাউন্ট প্রকল্প, আয়ুষ্মান ভারত যোজনা এমন অনেক প্রকল্প আছে, কেন এই স্কিমগুলি আগে চালানো হয়নি? এটা একই দেশ এবং আয়ের উৎসও একই। এমন নয় যে প্রধানমন্ত্রী মোদী এসে গুপ্তধন পেয়েছেন।"

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, "আসলে আগে গরীব, সাধারণ মানুষ, কৃষক, মহিলা এবং যুবকরা সরকারের এজেন্ডায় ছিল না। স্কিমগুলির সুবিধাগুলি পক্ষপাতমূলকভাবে দেওয়া হয়েছিল। গত ৯ বছরে ১২ কোটি ভারতীয় নিজস্ব শৌচালয় পেয়েছে... আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে দেশের ৫০ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। উত্তর প্রদেশে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে কমপক্ষে ১০ কোটি মানুষ উপকৃত হচ্ছেন।"


You might also like!