Country

10 months ago

SDRF jawans help pilgrims stranded on Mount Sumeru:খারাপ আবহাওয়ায় সুমেরু পর্বতে আটকে পড়া তীর্থযাত্রীদের সহায়তায় এসডিআরএফ জওয়ানরা

SDRF jawans help pilgrims stranded on Mount Sumeru
SDRF jawans help pilgrims stranded on Mount Sumeru

 

রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), ২৭ মে  : খারাপ আবহাওয়ার কারণে কেদারনাথের সুমেরু পর্বতে আটকা পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে নামল এসডিআরএফ জওয়ানরা। শচীন গুপ্ত (৩৮), বৃন্দাবনের (উত্তরপ্রদেশ) বাসিন্দাকে নিরাপদে বের করে আনা হয়েছে।

জেলা কন্ট্রোল রুম ২৬ মে এসডিআরএফকে জানিয়েছিল, ভৈরব মন্দিরের দিকে কেদারনাথ থেকে তিন থেকে চার কিলোমিটার এগিয়ে মেরু সুমেরু পর্বতের কাছে একজন তীর্থযাত্রী আটকা পড়েছে। আবহাওয়া খারাপ প্রবল তুষারপাত হচ্ছে। এর পর এসডিআরএফ টিম সেখানে চলে যায়।

এসডিআরএফ জওয়ানরা অত্যন্ত কঠিন পরিস্থিতি, দুর্গম পথ এবং প্রবল তুষারপাতের মধ্যে অদম্য সাহস দেখিয়ে বরফের উপর দিয়ে হেঁটে শচীনে পৌঁছেছেন। বিকল্প সম্পদ ব্যবহার করে জওয়ানরা শচীনকে নিরাপদে কেদারনাথে নিয়ে যান। এরপর তাকে বিবেকানন্দ হাসপাতালে ভর্তি করা হয়।

You might also like!