মুম্বই, ৯ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিংসা-বিধ্বস্ত মণিপুর যাওয়ার আহ্বান জানালেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে প্রধানমন্ত্রীর রাশিয়া সফর নিয়েও কটাক্ষ করেছেন সঞ্জয় রাউত। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী রাশিয়া, ইতালি, লন্ডন যান, তিনি মহারাষ্ট্রেও বহুবার আসেন। কিন্তু, কেন তিনি মণিপুর যান না? মণিপুর কি আমাদের দেশের অংশ নয়?"
উল্লেখ্য, লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী মোদীকে হিংসা-বিধ্বস্ত মণিপুরে যাওয়ার আহ্বান জানানোর পরই এই মন্তব্য করলেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। সোমবারই মণিপুরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে শান্তি ফেরানোর জন্য যে কোনও সরকারি পদক্ষেপে তাঁর দলের সমর্থনের বিষয়ে জোর দিয়ে জনগণকে সান্ত্বনা দেন রাহুল। বলেন, মণিপুরে আসা উচিত প্রধানমন্ত্রীর।