নাগপুর, ১৪ মে : বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা সুশীল কুমার মোদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। শোকবার্তায় সঙ্ঘ জানিয়েছে, একজন দক্ষ রাজনৈতিক নেতা ছিলেন সুশীল কুমার মোদী। সোমবার রাতে ৭২ বছর বয়সে দিল্লির এইমস-এ জীবনাবসান হয়েছে সুশীল মোদীর। তাঁর প্রয়াণে এক শোকবার্তায় আরএসএস জানিয়েছে, দেশ একজন দক্ষ নেতাকে হারালো।
মাইক্রোব্লগিং সাইট এক্স-এ সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও সাংসদ সুশীল কুমার মোদীর আকস্মিক মৃত্যুতে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সুশীলজি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রতিশ্রুতিবদ্ধ স্বয়ংসেবক ছিলেন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সাধারণ সম্পাদকও ছিলেন। তিনি সর্বদা বিহারের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে দেশ ও বিহারের কল্যাণের জন্য উদ্বিগ্ন থাকতেন।
আরএসএস আরও জানিয়েছে, তাঁর মৃত্যুতে দেশ একজন জাগ্রত সমাজসেবক ও একজন দক্ষ রাজনৈতিক নেতাকে হারালো। তিনি ছিলেন জনজীবনে আন্তরিকতা ও স্বচ্ছতার আদর্শ উদাহরণ। আমরা তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানাই এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছি।"