জলগাঁও, ১২ মে: ফের দেশের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য আসন পাওয়া নিয়ে কটাক্ষ উড়ে এলো মহারাষ্ট্রের এক মন্ত্রীর তরফে।
মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন বলেছেন, রাহুল গান্ধীরা ৫০টির বেশি আসন জেতার মতো অবস্থায় নেই। আর এনসিপি-এসসিপি, শিবসেনা (ইউবিটি) ২ থেকে ৩টি আসন পাবে। কেউ তাদের দিকে তাকাচ্ছে না, মানুষ পদ্ম আর মহাজুটির দিকেই তাকিয়ে আছে।
উল্লেখ্য, এর আগে কংগ্রেসের সম্ভাব্য আসন পাওয়া নিয়ে প্রায় একই কথা বলেছিলেন বিজেপির তাবড় নেতারা। এবার সেই সুরই শোনা গেল মহারাষ্ট্রের মন্ত্রীর গলায়।