Country

4 months ago

Rahul Gandhi condoles the death of Congress MP Vasant Chavan:কংগ্রেস সাংসদ বসন্ত চহ্বানের মৃত্যুতে শোকপ্রকাশ রাহুল গান্ধীর

Rahul Gandhi condoles the death of Congress MP Vasant Chavan
Rahul Gandhi condoles the death of Congress MP Vasant Chavan

 

নয়াদিল্লি, ২৬ আগস্ট : মহারাষ্ট্রের নান্দেদের কংগ্রেস সাংসদ বসন্তরাও চহ্বান দীর্ঘ রোগভোগের পরে সোমবার হায়দরাবাদের একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। নান্দেদ লোকসভা কেন্দ্রের সাংসদের প্রয়াণে শোকাহত হাত শিবির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শোকবার্তায় লেখেন, বসন্তরাও চহ্বানের মৃত্যুসংবাদ অত্যন্ত বেদনাদায়ক। তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। প্রবীণ এই সাংসদের মৃত্যু কংগ্রেস পরিবারের জন্যে এক অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

You might also like!