Country

2 days ago

PM to visit Maharashtra, Chhattisgarh on March 30: রবিবার মহারাষ্ট্র ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৯ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক কর্মসূচী নিয়ে রবিবার মহারাষ্ট্র ও ছত্তিশগড় যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী প্রথমে মহারাষ্ট্রের নাগপুরে শ্রুতি মন্দিরে এবং পরে দীক্ষাভূমি দর্শন করবেন। নাগপুরের মহাদেব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করার পর একটি জনসভায় যোগ দেবেন তিনি।এছাড়াও সোলার ডিফেন্স ও এরোস্পেস লিমিটেডে ইউএভি গাড়ির কিছু ব্যবস্থাপনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। নাগপুরের পর ছত্তিশগড়ের বিলাসপুরে প্রায় ৩৩ হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

You might also like!