নয়াদিল্লি, ১৪ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন প্যারিস অলিম্পিক দলের সদস্যদের সঙ্গে দেখা করতে চলেছেন। জানা যাচ্ছে, সম্ভবত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর ১টা নাগাদ ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন অলিম্পিকে অংশগ্রহণকারী ১১৭ ভারতীয় ক্রীড়াবিদ। প্যারিস অলিম্পিকে ভারত ৬টি পদক জিতেছে। এদিন অলিম্পিকে বিতর্কিত কুস্তিগীর ভিনেশ ফোগাট থাকবেন বলে আশা করা যাচ্ছে।
সম্ভবত অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না রুপো জয়ী নীরজ চোপড়ার পক্ষে। কারণ, প্যারিস অলিম্পিক শেষ হলেও এখনই দেশে ফিরছেন না নীরজ চোপড়া। তাঁকে ছাড়াই মঙ্গলবার দেশে ফিরছে ভারতীয় দল। পর পর দুটি অলিম্পিকে পদক জয়ী এই অ্যাথলিট নিজের কুঁচকির চোট সারাতে এবং চিকিৎসকের পরামর্শ নিতে প্যারিস থেকে যাচ্ছেন জার্মানিতে। উল্লেখ্য তাদের কৃতিত্বের পর ইতিমধ্যেই প্যারিসে পদক বিজয়ীদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী ।