Country

9 hours ago

PM Narendra Modi: রাইজিং নর্থ ইস্ট ইনভেসটর্স সামিটের উদ্বোধন প্রধানমন্ত্রীর

PM  Narendra Modi addresses the Rising Northeast Investors Summit 2025
PM Narendra Modi addresses the Rising Northeast Investors Summit 2025

 

নয়াদিল্লি, ২৩ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভারত মন্ডপমে রাইজিং নর্থ ইস্ট ইনভেসটর্স শিখর সম্মেলনের উদ্বোধন করেন। উত্তর - পূর্বাঞ্চলকে সম্ভাবনার এক অঞ্চল হিসাবে তুলে ধরা, দেশ বিদেশের বিনিয়োগকারীদের এই অঞ্চল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার লক্ষ্যে এই শিখর সম্মেলনের আয়োজন। ২০২৫ সালের রাইজিং নর্থ ইস্ট ইনভেসটর্স সামিট-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব ভারতের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উত্তর-পূর্বাঞ্চলকে জোর দেন। বিকশিত ভারত গঠনের জন্য এই অঞ্চলের ক্ষমতায়ন, আইন, শক্তিশালীকরণ এবং রূপান্তরের জন্য সরকারের নীতির রূপরেখা তুলে ধরেন।

You might also like!